Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নুরালাপুর ইউনিয়ন পরিষদের তথ্য বাতায়নে স্বাগতম।  জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে বিনা ফি’তে নিবন্ধন করুন। সর্বজনীন পেনশন স্কীমে অংশগ্রহণ করুন, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করুন। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করে ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন। বাল্য বিবাহ কে না বলুন। যৌতুক একটি সামাজিক ব্যাধি,  যৌতুককে  না বলুন। মাদক সামাজিক অবক্ষয়ের কারন, মাদককে না বলুন। গাছ লাগান, পরিবেশ বাঁচান। দেশকে ভালবাসুন, পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে একটি আদর্শ রাষ্ট্র গড়ে তুলুন ।  


উপ সহকারী কৃষি কর্মকর্তা

বিস্তারিত

উপ-পরিচালকের কার্যালয়, 

   কৃষি সম্প্রসারণ অদিদপ্তর, খামারবাড়ী, নরসিংদী।

   দপ্তর প্রধানের পদবীঃ উপ-পরিচালক।

সংক্ষিপ্ত বিবরণঃ সম্প্রসারণ কার্যক্রমের পরিকল্পনা, বাসত্মবায়ন, পরিবীক্ষন ও মূল্যায়ন ক্ষেত্রে উপজেলাকে কারিগরি ও ব্যবস্থাপনা সহায়তা প্রদান।

আওতাধীন অফিস সমূহঃ উপজেলা কৃষি অফিস (সকল), নরসিংদী এবং হর্টিকালচার সেন্টার, নরসিংদী সদর, নরসিংদী।

আমাদের সকল কার্যক্রম উপজেলা অফিস কর্তৃক নিয়ন্ত্রিত হয়।

কার্যক্রম সমূহ :

● কৃষি সম্প্রসারণ পরিকল্পনা তৈরি করা।

● ইউনিয়ন অফিসারদের কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করা।

● এ্যাডাপটিভ রিসার্স, মাঠ পর্যায়ের পরীক্ষা ও নতুন প্রযুক্তি বিষয়ে তথ্যের আদান-  

 প্রদান নিশ্চিত করার জন্য গবেষনা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করা।

● মাঠ পর্যায়ের কর্মকর্ত এবং কারিগরি উইং এর পরিচালকদের মধ্যে মূল সংযোগ রক্ষা করা এবং তাদেরকে তথ্য প্রদান করা ও মাঠে ব্যবহারের জন্য সম্প্রসারণ পদ্ধতি ও বার্তা সংগ্রহ করা।

● মৌসুমী কর্মকান্ড বার্ষিক সম্প্রসারণ কর্মসূচি পর্যালোচনা করার জন্য ডিইপিসি সভার আয়োজন ও পরিচালনা করা।

● ইউনিয়ন এর অধীন সকল ইউনিয়ন পরিকল্পনার বাসত্মবায়ন তদারকি করা। এজন্যে কারিগরি সহযোগিতা প্রদানের জন্য বিভিন্ন সম্প্রসারণ ইভেন্ট পরিদর্শন করা।

● সকল স্টাফের প্রশিক্ষণ চাহিদা নিরূপন তদারক করা এবং জেলা পর্যায়ের জন্য প্রশিক্ষন প্রসত্মাব তৈরি করা।

● ইউনিয়ন পর্যায়ের প্রশিক্ষণে সহায়তা প্রদান করা।

● ইউনিয়ন এ কৃষি কর্মকর্তাদের মাসিক সভার ব্যবস্থা করা এবং সমস্যা সমাধান, অগ্রগতি ও সম্প্রসারন কর্মকান্ড আলোচনা করা।

● ইউনিয়ন এর  সকল স্টাফ ও অফিসারদের জন্য একটি প্রশিক্ষণ রেকর্ড সংরক্ষণ করা।

● দপ্তরে কর্মরত সকল ষ্টাফের রেকর্ড সংরক্ষণ করা।

● প্রশিক্ষণ উইং এর নির্দেশমতো স্টাফদের জেলার বাইরে ট্রেনিং এ যাওয়ার অনুমতি প্রদান করা।

● ইউনিয়ন এর মধ্যে ডিএই-এনজিও অংশীদারিত্বমূলক কর্মকান্ড পরিবীক্ষণ করা এবং ইউনিয়ন স্টাফদের মধ্যে ডিএই/এনজিও যৌথ কর্মকান্ডের বিকাশ ঘটানো।

● ইউনিয়ন মানব সম্পদের ফলপ্রসূ ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং তাদের কর্ম সম্পাদন ও কর্ম


সিটিজেন চার্টার :

● সকল শ্রেণীর কৃষকদের চাহিদা ভিত্তিক সেবা প্রদান।

● কৃষি গবেষণার চাহিদা নিরূপন এবং উদ্ভাবিত প্রযুক্তি চাষীদের দোর গোড়াঁয় পৌছানো।

● কৃষি সম্প্রসারণ কর্মী ও কৃষকদের দক্ষতা উন্নয়ন।

● কৃষি ভিত্তিক বানিজ্য সম্প্রসারণ সহায়তা প্রদান।

● উৎপাদন সমস্যাদি চিহ্নিতকরণ ও সমাধানে সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বিত কার্যক্রম গ্রহণ।

● কৃষি তথ্য প্রযুক্তি উন্নয়ন ও সহজ ব্যবহারে কৃষকদের সহায়তা প্রদান।

● কৃষি উপকরণের চাহিদা নিরূপন, প্রাপ্যতা ও সুষম ব্যবহার নিশ্চিতকরন।

● নারীকে কৃষির মূলস্রোতে সম্পৃক্তকরণ ও নারীকে ক্ষমতায়নে সহায়তাদান।

● দূর্যোগ ব্যবস্থাপনা, কৃষি পূনর্বাসন ও কৃষি ঋন প্রাপ্তিতে কৃষকদের সহায়তা দান।

● কৃষি পন্য ও উপকরণের মান নিয়ন্ত্রন।

● সমন্বিতভাবে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি সম্প্রসারণ।

● সকল শ্রেণীর কৃষক দলের সাথে কাজ করা।

                                                        

সাধারণ তথ্য

প্রকল্পের সংক্ষিপ্ত বর্ননা :-

১। চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প এবং চাষী পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প-

উচ্চ ফলনশীল বীজের ঘাটতি পূরনে মানসম্মত বীজ উৎপাদন বৃদ্ধি। গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক সর্বশেষ ছাড়কৃত উন্নত জাতের বীজ উৎপাদন ও সম্প্রসারণ। অধিক উন্নত মানের বীজ উৎপাদনকারী কৃষক সৃষ্টি করা। বীজ প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে মহিলাদের অংশ গ্রহণ বৃদ্ধি করে দারিদ্র বিমোচনে সহায়তা করা। মানসম্মত বীজ উৎপাদনে কৃষকদের দক্ষ করে গড়ে তোলা।

২। জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প-

বাংলাদেশের জাতীয় পর্যায়ে কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ পদ্ধতিকে অধিকতর কার্যকর ভাবে উন্নয়নের লক্ষে বিশ্ব ব্যাংক এবং ইফাদের সহায়তায় একটি সমন্বিত প্রকল্প। এ প্রকল্পের অন্যতম লক্ষ্য কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগ সমূহের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কৃষকের সাথে বাজারে সংযোগ বৃদ্ধির মাধ্যমে কৃষির উন্নতি সাধন করা। 

৩। কৃষি প্রযুক্তি প্রকৌশল সম্প্রসারণ প্রকল্প-

চাষী প্রশিক্ষন এবং একই সাথে ফার্ম মেশিনারী যন্ত্রপাতি প্রদর্শনীর মাধ্যমে চাষীদের বাড়ি এবং ব্রি উদ্ভাবিত কৃষি যন্ত্রাপাতির পরিচয় ঘটানো, ব্যবহার দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক সফলতা আনয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ে কৃষকদের উৎসাহিত করে তোলা।

৪। সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) এবং সমন্বিত শস্য ব্যবস্থাপনা (আইসিএম)-

কম খরচে অধিক উৎপাদন বাড়ানো। পরিবেশকে দূষন মুক্ত রাখা এবং কৃষক/কৃষানীদের কৃষি বিষয়ক দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলা। বিষ মুক্ত শাক সবজি উৎপাদন করা। আইপিএম এবং আইসিএম ক্লাবের মাধ্যমে কৃষক/কৃষানীদের কৃষি কাজে জোরদাড় করা এবং কৃষক/কৃষানীদের আর্থসামাজিক উন্নয়নে সফল ভাবে গড়ে তোলা।

যোগাযোগ :

সাধারনত নুরালাপুর ইউনিয়ন পরিষদ এ যোগাযোগ করতে পারেন। 

এছাড়া যোগাযোগ করতে পারেন।

উপ-পরিচালক

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

খামারবাড়ী, বানিয়াছল (বাজিরমোড়)

নরসিংদী সদর, নরসিংদী।

টেলিফোন + ফ্যাক্সঃ ০২-৯৪৬২৬৮৭

ইমেইলঃ alimmuksed@yahoo.com