Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নুরালাপুর ইউনিয়ন পরিষদের তথ্য বাতায়নে স্বাগতম।  জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে বিনা ফি’তে নিবন্ধন করুন। সর্বজনীন পেনশন স্কীমে অংশগ্রহণ করুন, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করুন। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করে ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন। বাল্য বিবাহ কে না বলুন। যৌতুক একটি সামাজিক ব্যাধি,  যৌতুককে  না বলুন। মাদক সামাজিক অবক্ষয়ের কারন, মাদককে না বলুন। গাছ লাগান, পরিবেশ বাঁচান। দেশকে ভালবাসুন, পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে একটি আদর্শ রাষ্ট্র গড়ে তুলুন ।  


এক নজরে নুরালাপুর ইউনিয়ন পরিষদ
সাধারণ তথ্যাদি


ইউনিয়নের নাম   নুরালাপুর ইউনিয়ন পরিষদ
উপজেলা   নরসিংদী সদর
জেলা
নরসিংদী
প্রতিষ্ঠাকাল
১৯৯৫ ইং
সীমানা   উত্তরে -মাধবদী পৌরসভা, দক্ষিণে -কাঠালিয়া ইউনিয়ন পরিষদ, পূর্বে -কাঠালিয়া ইউনিয়ন পরিষদ ও গোপালদী পৌরসভা, পশ্চিমে -সাতগ্রাম ইউনিয়ন।
জেলা সদর হতে দুরত্ব   ১৮ কিঃ মিঃ (প্রায়)
আয়তন   ৮২.৫ বর্গ কিলোমিটার
জনসংখ্যা পুরুষ ৪২০৬৯ জন (প্রায়)
  নারী ৪০৬৫৬ জন (প্রায়)
  সর্বমোট জনসংখ্যা ৮২৭২৫ জন (প্রায়)
ভোটর সংখ্যা
(সর্বশেষ হালনাগাদ-২০২৪ ইং)
 
পুরুষ ভোটার সংখ্যা ১৫৯৯১ জন 
মহিলা ভোটার সংখ্যা ১৭২৭৩ জন 
মোট ভোটর সংখ্যা ৩৩২৬৪ জন 
বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার    ২.০৬%
মোট পরিবার(খানা)  
 
৮৯৯৭ টি
গ্রাম   ২৭ টি
মৌজা   ১৩ টি
এতিমখানা বে-সরকারি  
মসজিদ   ৬৭ টি
মন্দির   ০২ টি
হাট-বাজার   ০৩ টি
ব্যাংক শাখা   ০২ টি (এজেন্ট ব্যাংকিং)
পোস্ট অফিস/সাব পোস্ট অফিস   ০৪ টি
উপস্বাস্থ্য কন্দ্র
০১ টি 
পরিবার কল্যাণকেন্দ্র
০২ টি
দর্শনীয় স্থান   হেরিটেজ রিসোর্ট, নওপাড়া, মাধবদী, নরসিংদী।


কৃষি সংক্রান্ত


মোট জমির পরিমাণ
১০৩২ হেক্টর
                                                                                 
 
মোট ফসলী জমি   ৭৯৪ হেক্টর
এক ফসলী জমি   ৪৫ হেক্টর
দুই ফসলী জমি   ৪৮৫ হেক্টর
তিন ফসলী জমি   ২৪১ হেক্টর
চার ফসলী জমি
২৩ হেক্টর
পতিত জমি
২২৯ হেক্টর


শিক্ষা সংক্রান্ত


সরকারী প্রাথমিক বিদ্যালয়   ১০ টি
বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়   ১৫ টি                                                                   
উচ্চ বিদ্যালয় 

 
০৩ টি
দাখিল মাদ্রাসা   ০১ টি
ফাযিল মাদ্রাসা (স্নাতক)
০১ টি
কলেজ    ০১ টি
শিক্ষার হার   ৪০.৭%


যোগাযোগ


পাকা রাস্তা            ৪৫.২০ কি.মি.
অর্ধ পাকা রাস্তা   ১৫ কি.মি
কাঁচা রাস্তা   ২০ কি.মি
ব্রীজ/কালভার্টের সংখ্যা
ব্রীজ ০৭ টি, কালভার্ট ০৮ টি


পরিবার পরিকল্পনা


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র                   ০১ টি                                                                             
ইউনিয়ন পরিবার পরিকল্পনা ক্লিনিক   ০১টি
এম.সি.এইচ ইউনিট   ০১টি
সক্ষম দম্পতির সংখ্যা   ১০,৫৮৪ জন
পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারী সংখ্যা   ৭৫৬৫ জন
গ্রহণকারী হার (CAR)   ৭১.৪১%